নিজস্ব সংবাদদাতা আরামবাগঃ খেলার মাঠ বাঁচাতে ‘ভোট বয়কট’ গ্রামবাসীদের! এবার ‘ভোট বয়কটে’র পোস্টার পড়লো আরামবাগে। পোস্টার পড়তেই আরামবাগ জুড়ে শোরগোল পড়ে গেছে। জানা গেছে হুগলির আরামবাগ ব্লকের তিরোল পঞ্চায়েতের মান্দড়া, ২২ মাইল গ্রামে একটি খেলার মাঠকে আরামবাগ পৌরসভা কর্তৃক রেকর্ড ও ডাম্পিং গ্রাউন্ড তৈরি করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য মান্দড়া গ্রামের ৯ নং বুথের মানুষ ভোট বয়কটের ডাক দিয়েছে। ২২ মাইল, মান্দাড়া ফুটবল খেলার মাঠে পৌরসভার নোংরা আবর্জনা খেলার বিরুদ্ধে গর্জে উঠেছে ওই এলাকার মানুষেরা। এর আগেও অনেকবার দেখা গেছে ডাম্পিং গ্রাউন্ডের বিরুদ্ধে আন্দোলনে নামতে গ্রামবাসীদের। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে ডাম্পিং গ্রাউন্ড বন্ধ করতে হবে, খেলার মাঠকে গ্রামবাসীদের ফিরিয়ে দিতে হবে। মাঠ ফিরিয়ে না দিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারিও দিয়েছেন গ্ৰামবাসীরা। গ্রামবাসীরা এটাও জানিয়েছেন, ভোট বয়কটের বিষয়টা তারা প্রশাসনের সর্বস্তরেই জানিয়েছেন এমনকি আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের যে সমস্ত প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছেন তাদেরকেও ভোট বয়কটের বিষয়টা জানাবেন। সেজন্য গ্রামবাসীরা ভোট বয়কট করতে চলেছে। যতক্ষণ না পর্যন্ত মাঠ ফিরিয়ে দেওয়া হচ্ছে গ্রামবাসীদের ততক্ষণ পর্যন্ত গ্রামবাসীরা তাদের সিদ্ধান্তে অনড় থাকবে বলেও জানা গেছে।