নিজস্ব সংবাদদাতা আরামবাগঃ বাবার প্রেমিকাকে সামনে পেয়ে একি করলো মেয়ে। ঘটনাটি ঘটেছে বুধবার হুগলির আরামবাগ মহকুমা আদালত চত্বরে। জানা গেছে, পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুরের বাসিন্দা চন্দন মুখার্জী । তাঁর মেয়ের অভিযোগ, গত দশ বছর ধরে ওই এলাকারই এক গৃহবধূর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, গত পাঁচ দিন আগে মেয়ে তার বাবাকে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। এরপর বাড়ি ফেরে আবার মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ থাকে। মেয়ে খবর পাই ওই গৃহবধূর সাথে আরামবাগে এসে রেজিস্ট্রি করবে। সেই খবর মেয়ে জানতে পেয়ে বুধবার আরামবাগে বাবার খোঁজে আসে। এরপর আদালত চত্বর এলাকায় বাবার প্রেমিকাকে দেখতে পায় । এরপর মেয়ে তার বাবার প্রেমিকাকে ধরে নিখোঁজ বাবার সন্ধান জানতে চাই এবং মেয়েটি দাবি করেছে ওই মহিলার সাথে তার বাবার অবৈধ সম্পর্কের কিছু ছবি আছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্যদিকে ওই গৃহবধুর দাবি , তার বাবার সাথে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক আছে। আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, ওর বাবা কোথায় আছে আমি জানিনা। ঘটনার খবর পেয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ, পুলিশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে তাদের দুজনকেই আরামবাগ থানায় নিয়ে যায়।