ইঞ্জিয়ারিং কলেজ পড়ুয়ার মৃত্যুকে ঘিরে উত্তপ্ত দুর্গাপুর এন. আই. টি। পড়ুয়াদের তুমুল বিক্ষোভ কর্তৃপক্ষকে ঘিরে ধরে।
দুর্গাপুর:- কলেজের আই কার্ড নিয়ে যেতে ভুলে গিয়েছিল, দুর্গাপুর এন. আই. টি র মেকানিকালের দ্বিতীয় বর্ষের ছাত্র অর্পণ ঘোষ। অভিযোগ পরীক্ষা হলে বসতে দেওয়া হয়নি, বারবার কলেজ কর্তৃপক্ষর কাছে আবেদন করেও কাজ হয়নি, শেষে সে নিজে ফের কলেজ হোস্টেলে ফিরে আসে অর্পণ। হোস্টেলে ফিরে দরজা লাগিয়ে দেয় অর্পণ। এরপর দুপুরে তার ঝুলন্ত দেহ পুলিশ উদ্ধার করে। ছাত্রদের দাবি তখনও পর্যন্ত বেঁচে ছিল অর্পণ কিন্তু অ্যাম্বুলেন্স এ হাজার নিয়ম আর অক্সিজেন সিলিন্ডার না থাকায় মৃত্যু হয় অর্পনের। এরপরই উত্তেজিত হয়ে পড়ে ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা, কলেজ কর্তৃপক্ষকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ শুরু হয়, শুরু হয় ধস্তাধষ্টি।অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের পঠন পাঠনের নিয়মের ঠেলায় মানসিক চাপ বাড়ছে পড়ুয়াদের, যার পরিণতি এই মৃত্যু।