• Wed. Dec 25th, 2024

স্ত্রী এবং কন্যাকে সাথে নিয়ে শিব মন্দিরে পুজো দিয়ে নমিনেশন প্রদান বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের।

BySS Bangla News

May 23, 2024

পরনে ধুতি এবং হলুদ পাঞ্জাবি, স্ত্রী এবং কন্যাকে সাথে নিয়ে শতাব্দি প্রাচীর এক্তেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে নমিনেশন প্রদান বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের।

এক এক দিন করে এগিয়ে আসছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোটের দিন। আজ ২৯ তারিখ, আজ থেকে শুরু হলো বাঁকুড়া জেলায় মনোনয়ন পর্ব। এই মনোনয়নপর্বের প্রথম দিনে নমিনেশন প্রদান করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।বাঁকুড়ার শতাব্দী প্রাচীন এক্তেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো দিয়ে নমিনেশন জমা করার উদ্দেশ্যে রওনা দেন জেলাশাসক দপ্তরের দিকে।
সৌমিত্র খাঁ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান,বাঙালিয়ানা কে প্রাধান্য দেওয়াতেই তিনি আজকের পোষাজ পাঞ্জাবি এবং ধুতিকে বেছে নিয়েছেন। পরিবারের সাথে পুজো দিয়ে নমিনেশনের ব্যাপারে তিনি বলেন জীবন বড় বৈচিত্র্যময় সবে মিলে একসাথেই চলতে হয় এটাই ধর্ম। ভারতীয় জনতা পার্টি আদর্শের সাথে নিষ্ঠার সাথে কাজ করবে এই অঙ্গীকার নিয়ে তার ভোট যুদ্ধের লড়াই। তিনি দাবি করেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র বিজেপি জয়ী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন