আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে! অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। রবিবার তৃণমূল প্রার্থী মিতালী বাগ খানাকুলের মুস্তফাপুরে নির্বাচনী প্রচার করতে গিয়েছিলেন। সেই সময় বিজেপি-আস্রিত দুষ্কৃতীরা প্রার্থীর গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই ঘটনা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন বলেও জানা গেছে তৃণমূল সূত্রে। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের আরামবাগ সংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী ও বিজেপি আরামবাগ সংগঠনিক জেলার সভাপতি তথা পুরশুড়া বিধায়ক বিমান ঘোষ তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন।