কেন্দ্রের নোংরা রাজনীতির জন্য আমার ক্রিকেট কেরিয়ার শেষ হয়েছে, নাম না করে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ কে তীব্র আক্রমন শানালেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তেওয়ারি। তৃণমূলের প্রার্থী তারকা ক্রিকেটার কীর্তি আজাদ, আজ শনিবার তার হয়ে প্রচারে এসেছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী আরেক তারকা ক্রিকেটার মনোজ তেওয়ারি। দুর্গাপুরের গ্যারেজ মোড়ে কীর্তি আজাদের সমর্থনে প্রচারে এসে কার্যত ধুয়ে দিলেন অমিত পুত্র জয় শাহকে। বি সি সি আই এ স্বেচ্ছাচারিতা চালাচ্ছে জয় এ্যান্ড কোম্পানি, বহু প্রতিশ্রুতি মান ক্রিকেটারকে উঠতে দেওয়া হয়নি বলে দাবি করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।