নিজস্ব সংবাদদাতা আরামবাগঃ সোমবার সকাল থেকে জোর কদমে নির্বাচনী প্রচারে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালী বাগ। এদিন প্রার্থী প্রচারে বেড়িয়ে আরামবাগ ব্লকের হরিণখোলা ১ নং অঞ্চল সহ বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছেন মিতালী বাগ। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ওই অঞ্চলে প্রচার করেন তিনি। এদিন মিতালী ব্যাগ অভিনব পদ্ধতিতে প্রচার চালান। গরুর গাড়ি সাজিয়ে অভিনব পদ্ধতিতে প্রচার করেন লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের। সাধারণ মানুষ থেকে কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন। প্রচারে প্রার্থীর সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের আরামবাগ সংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী, ওই পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।