নিজস্ব সংবাদদাতা আরামবাগঃ রবিবার আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালী বাগ খানাকুল দু নম্বর ব্লকের মুস্তাফাপুরে প্রচার চলাকালীন তার গাড়ি ভাঙচুর করার পাশাপাশি চালককেও বেধাড়কভাবে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও সেই ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি। সোমবার তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব শান্তনু আক্রান্ত তৃণমূল প্রার্থী মিতালী বাগের চালক সহ এক তৃণমূল কর্মী মফিজুল ইসলামকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখে গেলেন। এদিন শান্তনু সেনের সাথে ছিলেন, তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায়, আরামবাগ সংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী, প্রার্থী মিতালী বাগ, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। আরামবাগে এসে শান্তনু সেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলে গেলেন তার মুখ থেকেই বিস্তারিত শুনুন।