• Tue. Dec 24th, 2024

দুর্যোগের ঘনঘটায় দুর্গাপুরে কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড।

BySS Bangla News

May 28, 2024

দুর্যোগের ঘনঘটায় দুর্গাপুরে কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। আতঙ্ক দুর্গাপুর স্টেশন বাজার এলাকায়

দুর্গাপুর : দুর্যোগের ঘনঘটায় বিধ্বংশী অগ্নিকান্ডর ঘটনা দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত দুর্গাপুর স্টেশন বাজারে।আজ ঠিক ১০ টা নাগাদ একটি কাপড়ের দোকানের ওপরের ফ্লোর থেকে ধোয়া বেরোতে দেখে স্থানীয়রা তড়িঘড়ি কোকওভেন থানার পুলিশকে খবর দেয়, এরপর খবর পৌঁছোয় দমকল কর্মীদের কাছে, একটি দমকলের ইঞ্জিন প্রথম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে, কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিলো যে আরেকটি দমকলের ইঞ্জিনকে নিয়ে আসা হয় তড়িঘড়ি, ওপরের ফ্লোরের গ্রিল গ্যাস কাটার দিয়ে কেটে ভেতরে ঢোকে দমকল কর্মীরা,প্রায় ঘন্টা দেড়েক পড়ে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে দমকল কর্মীদের অনুমান শক সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এইদিকে এই ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে দুর্গাপুর স্টেশন বাজার চত্বরে, দোকানপাট বন্ধ করে দিয়ে কার্যত বাইরে বেরিয়ে পড়ে ব্যাবসায়ীরা। প্রায় ষাট থেকে সত্তর লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে দোকান মালিকের দাবি। তবে দুর্যোগের জেরে অনেকটা বাঁচোয়া নচেৎ প্রবল তাপপ্রবাহ থাকলে পরিস্তিতি আরো ভয়ঙ্কর হতে পারতো বলে মনে করছেন দুর্গাপুরের স্টেশন বাজারের ব্যাবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন