• Tue. Dec 24th, 2024

পায়ে হেঁটে লাদাখের উদ্দেশ্যে রওনা দিলো অরিজিৎ চক্রবর্তী।

BySS Bangla News

Jun 6, 2024

নিজস্ব সংবাদদাতা আরামবাগঃ হুগলি জেলার শ্রীরামপুর থেকে বাড়ি থেকে বেরিয়ে পড়লো লাদাখের উদ্দেশ্য। ২৪৬২ কিঃমিঃ পথ হাঁটতে হাঁটতে পৌঁছে যাবে সে। জানা গেছে ডানকুনির রামকৃষ্ণ বাটির বাসিন্দা অরিজিৎ চক্রবর্তী লাদাখের উদ্দেশ্য রওনা দিয়েছে ১ জুন শনিবার। রবিবার সকালে এসে পৌঁছায় আরামবাগে। যুবকের নাম অরিজিৎ চক্রবর্তী বয়স ২১ বছর বলে জানা গেছে। সে বি.কম প্রথম বর্ষের পড়ুয়া। অরিজিৎ চক্রবর্তী জানিয়েছেন আরামবাগ থেকে হেঁটে ২০২২ সালে লাদাখ গিয়েছিল প্রদীপ মন্ডল, তার বাড়ি আরামবাগেই। তাঁর থেকে অনুপ্রাণিত হয়েই লাদাখ যাওয়া। বাড়িতে রয়েছে বাবা-মা সহ আত্মীয়রা। তবে এদিন অরিজিত আরামবাগের দৌলতপুর সংলগ্ন এলাকায় একটি রেস্তারায় এসে বিশ্রাম নেয়। সেখানেই দেখা হয় ২০২২ এর লাদাখ জয়ী প্রদীপ মন্ডলের সাথে। বেশ কিছুক্ষণ অরিজিৎ ও প্রদীপের মধ্যে কথোপকথন হয় লাদাখ যাত্রা নিয়ে। যদি কোন সহৃদয় ব্যক্তি অরিজিৎ চক্রবর্তীকে সাহায্য করতে চান তাহলে তার এই মোবাইল নম্বরে 8276983736 যোগাযোগ করতে পারেন। একটা সাধারণ পরিবারের ছেলে, চোখে স্বপ্ন, মনে আত্মবিশ্বাস নিয়ে বেরিয়ে পড়েছে লাদাখের উদ্দেশ্যে। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন অরিজিৎ তার মুখ থেকেই বিস্তারিত শুনুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন