• Tue. Dec 24th, 2024

অনশনকারীদের নৈতিক সমর্থন জানিয়েপাশে দাঁড়ালেন পশ্চিম বর্ধমান জেলাসভাপতি বিশিষ্ট আইনজীবী সঞ্জীব কুন্ডু

BySS Bangla News

Jun 14, 2024

অনশনকারীদের নৈতিক সমর্থন জানিয়ে পাশে দাঁড়ালেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিশিষ্ট আইনজীবী সঞ্জীব কুন্ডু। গত ন’দিন ধরে ডিভিসির উচ্ছেদের প্রতিবাদে স্থানীয় বস্তিবাসীরা আমরণ অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদাপ মজুমদার ও সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ কীর্তি আজাদ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, পুনর্বাসন না দিয়ে একজন বস্তিবাসীকেও উচ্ছেদ করার চেষ্টা করা হলে আইনী পথেই তার মোকাবিলা করা হবে। সাংসদ কীর্তি আজাদ বলেন, সুপ্রীম কোর্টের নির্দেশিকা রয়েছে, সরকারি জমিতে স্থায়ীভাবে বসবাস কারী মানুষদের উচ্ছেদ করতে হলে প্রথমে তাদের জন্য বিকল্প জমি দিতে হবে সরকারকে।দিতে হবে পুনর্বাসন প্যাকেজ। এর পাশাপাশি প্রত্যেক বস্তিবাসীর জন্য জল ও বিদ্যুতের ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে।ডিভিসি-র ক্ষেত্রে এর অন্যথা হলে তা আইনী পথেই মোকাবিলা করা হবে বলে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন কীর্তি। রবিবার ডিভিসি-ডিটিপিএস এলাকায় অনশনরত বস্তিবাসীদের মঞ্চে উপস্থিত হয়ে মতুয়া মহাসংঘের পশ্চিম
বর্ধমান জেলা সভাপতি সঞ্জীব কুন্ডু বলেন, ডিভিসির চেয়ারম্যান সুরেশ কুমার প্রাক্তন সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে পাশে বসিয়ে হুমকি দিয়ে গিয়েছিলেন, ডিটিপিএস এলাকার সমস্ত অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করা হবেই, তবে তাদের জন্য পুনর্বাসন প্যাকেজের কোন ভাবনা নেই সংস্থার।ডিভিসি কর্তৃপক্ষের সেই হুমকিকে স্বৈরাচারী সিদ্ধান্ত বলে বর্ণনা করে সঞ্জীব বাবু বলেন, যতক্ষণ না পর্যন্ত দরিদ্র মানুষগুলোর জন্য বিকল্প জমির ব্যবস্থা করছে ডিভিসি কর্তৃপক্ষ, ততক্ষণ পর্যন্ত একজন বস্তিবাসীকেও উচ্ছেদ করতে এলে তার কুফল ভুগতে হবে ডিভিসিকে। উল্লেখ্য, উচ্ছেদের প্রতিবাদে গত ন’দিন ধরে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন কয়েক শো বস্তিবাসী। পুরুষ ও মহিলাদের পাশাপাশি শিশু ও কিশোররাও সামিল হয়েছে এই অনশন মঞ্চে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন