পরিবহন কর্মীর মৃত্যু! ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ…
কাঁকসার খাটপুকুর সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের পাশের পরিবহন সংস্থার কর্মীর রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। পরিবহন অফিসের মৃতদেহ রেখে সোমবার বিকেলে বিক্ষোভে পরিবার পরিজনেরা। ব্যাপক উত্তেজনা। মৃত পরিবহন কর্মীর নাম রামজীবন হাঁটি(৬০)। বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার বাসিন্দা। মৃত পরিবহন সংস্থার কর্মীর আত্মীয় অনুপ দত্তের অভিযোগ,”রবিবার রাতে পরিবহন সংস্থার অফিস থেকে আমাদের জানানো হয় রামগোপাল বাবু দুর্ঘটনার কবলে পড়েছে। খোঁজখবর করে জানতে পারি মৃত্যু হয়েছে রামগোপালবাবুর। সেই মৃতদেহ পুলিশকে না জানিয়ে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই মৃত্যু দুর্ঘটনা নয় ষড়যন্ত্র করে মারা হয়েছে। পুলিশকে বিষয়টি জানানোর পরেও কোন গুরুত্ব দিচ্ছে না। উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি পরিবহন সংস্থার মালিকও জানানো হলে কোন গুরুত্ব দেয়নি।”শেষমেষ পুলিশের মধ্যস্থতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। দু’লাখ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেন পরিবার-পরিজনেরা।