পশ্চিম বর্ধমান আসানসোলের দুর্গাপুর মানুষ এখনও চাতক পাখির মতো বৃষ্টির জন্য অপেক্ষা করছে। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি। ৪১ থেকে ৪২ সেই সঙ্গে কোথাও কোথাও আবার রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। এমন অবস্থায় বৃষ্টি নিয়ে কী বলছে আবহাওয়া দফতর?
পশ্চিম বর্ধমান ভিজছে, পুড়ছে শিল্পাঞ্চল! বুধ বারও ছয় জেলায় তাপপ্রবাহ, কবে বৃষ্টি, জানালআপ হাওয়া অফিস
আপ হাওয়া অফিস সূত্রে খবর, বুধ বারও আসানসোল দুর্গাপুর কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। কোনও কোনও পানাগর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন কুলটি রানিগঞ্জ জামুরিয়া আবার তীব্র তাপপ্রবাহের আশঙ্কাও করা হচ্ছে।