লোকসভা নির্বাচনের পর দলবদলের খেলা অব্যাহত হুগলি জেলার খানাকুলে। গতকাল বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন । মঙ্গলবার তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়ের হাত ধরে খানাকুলের পোল ১ গ্রাম পঞ্চায়েতের বিজেপির জয়ী সদস্য মধুমিতা প্রামানিক তৃণমূলে যোগদান করেন। ঠিক তারই অপেক্ষার ঠিক কয়েক ঘন্টা ব্যবধান এরপর বুধবার বিজেপির আরামবাগ জেলা কার্যালয়ে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের হাত ধরে ফের মধুমিতা প্রামানিক বিজেপিতে যোগদান করেন। এ বিষয়ে বিমান ঘোষ ও মধুমিতা প্রামাণিক কি বলছেন তা শুনুন।