নিজস্ব সংবাদদাতা আরামবাগঃ হুগলি গ্রামীণ পুলিশের নির্দেশে এবং আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে গোঘাট থানার পুলিশ ও আফগানি দপ্তরের যৌথ উদ্যোগে বড়সড়ো অভিযান চোলাই মদ এর বিরুদ্ধে। শনিবার সকালে গোঘাট ১ নং অঞ্চলের কুমুড়ষা পঞ্চায়েতের মথুরা গ্ৰামে পুলিশ অভিযান চালিয়ে ১৫০০ লিটারের বেশি চোলাই মদ তৈরির কাঁচামাল এবং চোলাই নষ্ট করার পাশাপাশি দুটি চোলাই মদ তৈরির অ্যালুমিনিয়ামের হাঁড়ি বাজেয়াপ্ত করে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এদিন। আরামবাগ এসডিপিও ছাড়াও এই অভিযানে ছিলেন গোঘাট থানার ওসি নিরুপম মন্ডল, আবগারী দপ্তরের ওসি সুভাষ হালদার সহ অন্যান্য পুলিশ কর্মীরা। আগামী দিনেও চোলাই মদ এর বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলেও পুলিশ সুত্রে জানা গেছে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।অভিযান প্রসঙ্গে কী জানাচ্ছেন এসডিপিও ও আবগারী দপ্তরের ওসি তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন।