• Mon. Dec 23rd, 2024

গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

BySS Bangla News

Jun 22, 2024

দুর্গাপুরের সগরভাঙ্গার বেসরকারি কারখানা গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র উদ্যোগে শনিবার্ এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে ওই কারখানার প্রায় 100 এরও বেশি শ্রমিক স্বেচ্ছায় রক্তদান করেন। শ্রমিক সংগঠনের সদস্য তথা আয়োজকরা জানান দুর্গাপুর মহকুমা ব্লাড ডোনার্স ফোরাম ও মিশন হাসপাতালের সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। গ্রীষ্মে বিভিন্ন হাসপাতাল গুলিতে রক্ত সংকটের দেখা দিয়েছে তাই শিল্পাঞ্চলের শ্রমিক সংগঠন শ্রমিকদের নিয়ে এই রক্ত সংকট দূরীকরণে প্রয়াস করে যাচ্ছেন। এই কারণে এই মহান রক্তদান শিবিরের আয়োজন বলে জানান শ্রমিক সংগঠনের সদস্য রানা ঘোষ। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বোরো চেয়ারম্যান তথা প্রাক্তন স্থানীয় পুরপিতা সুনীল চ্যাটার্জি সহ কারখানার ভেতরের তৃণমূল শ্রমিক সংগঠনের বিশিষ্ট নেতৃত্ববৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন