• Mon. Dec 23rd, 2024

ছাত্রদের স্কুলমুখী করতে স্কুলের প্রধান শিক্ষকের অভিনব উদ্যোগ।

BySS Bangla News

Jun 22, 2024

নিজস্ব সংবাদদাতা আরামবাগঃ ছাত্রদের স্কুলমুখী করতে স্কুলের প্রধান শিক্ষকের অভিনব উদ্যোগ। কী কারণে ছেলেরা স্কুল আসছে না, সেই সমস্ত ছেলেদের খোঁজ খবর নিতে যাচ্ছেন। পাশাপাশি যে সমস্ত ছাত্ররা স্কুলে দীর্ঘদিন ধরে অনুপস্থিত তাদের বাড়িতেও যাচ্ছেন প্রধান শিক্ষক সস সহশিক্ষকরা। তাদের উদ্দেশ্যে একটাই স্কুলে ফেরানো ছাত্রদের। শুক্রবার সেরকমই এক ছাত্রের বাড়িতে খোঁজ খবর নিতে হাজির হন শিক্ষকরা। স্কুল সূত্রে জানা গেছে বেশকিছু ছাত্র তাদের হঠাৎ স্কুলে অনুপস্থিত হতেই নজরে আসে প্রধান শিক্ষক বিকাশচন্দ্র রায়ের। এরপর সেই সমস্ত ছাত্রদের খোঁজ খবর নিয়ে তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে এবং কথা বলছেন অভিভাবক সহ ছাত্রদের সাথে। শুনছেন তাদের সমস্যার কথা। ইতিমধ্যে স্কুলে অনুপস্থিত ছয়জন ছাত্রকে স্কুল মুখী করতে সক্ষম হয়েছে। আগামী দিনেও অনুপস্থিত ছাত্রদের বাড়ি বাড়ি যাবে শিক্ষকরা। দশম শ্রেণীর এক ছাত্রের বাড়িতে গিয়ে তার অভিভাবক সহ তার সাথে কথা বলেন এবং স্কুলে যাবার আশ্বাস দেন ছাত্র সহ অভিভাবকরা। এমনকি স্কুলের বিভিন্ন ফিস মকুব সহ বইপত্র স্কুল থেকে দেওয়া হবে বলেও জানান প্রধান শিক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন