যোগেই মুক্তি রোগের, আন্তর্জাতিক যোগদিবস দেশজুড়ে..
যোগ ব্যায়ামের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে পালিত হচ্ছে যোগ দিবস। শুক্রবার সকাল থেকে দুর্গাপুরের এমএএমসি আরিয়ান্স ক্লাবের মাঠে বহু যুবক, যুবতী আর মহিলাদের দেখা গেল যোগে অংশ নিতে। দুর্গাপুরের ইস্পাত নগরীর একটি ভবনেও দেখা গেল দুর্গাপুর ইস্পাত কারখানার ডাইরেক্টর ইনচার্জ বিজেন্দ্র প্রতাপ সিংহের পাশাপাশি অন্যান্য আধিকারিকদের যোগ দিবস উদযাপনে। পাশাপাশি খনি অঞ্চলের বিভিন্ন প্রান্তেও ইসিএল এর তরফ থেকে আয়োজন করা হয় যোগ দিবসের। সেখানেও ইসিএলের আধিকারিকদের পাশাপাশি এলাকার বহু মানুষকে দেখা যায় যোগ দিবসে অংশ নিতে।