১১বছরে পদার্পন করলো কাঁকসা হাটতলা মহিলা পরিচালিত “আন্তরিক” মহিলা দুর্গাপুজো কমিটির পুজো।সোমবার রথযাত্রা উপলক্ষ্যে খুঁটি পুজোর মাধ্যমে এদিন পুজোর সূচনা করা হয়।গত ১১বছর ধরে জাঁকজমক করে আয়োজিত এই পুজো কাঁকসা ব্লকের মধ্যে অন্যতম পুজোর স্থান করে নিয়েছে।পুজোর সমস্ত দায়িত্বে থাকেন মহিলারা।বাকি কাজে পুরুষরাও তাদের সাহায্য করে।প্রতি বছর এই পুজোয় নানান চমক থাকে।এবছরও এই পুজোর উদ্বোধন করবেন চলচিত্র জগতের তারকা।পুজোর চারটে দিন নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় পুজো মণ্ডপে।