মৃত হিন্দু বৃদ্ধার সৎকার করার জন্য এগিয়ে আসলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। জানা গেছে হুগলির আরামবাগ ব্লকের তিরল কীর্তি চন্দ্রপুর এলাকায় এক বৃদ্ধা শারীরিক অসুস্থতার কারণে শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত বৃদ্ধার নাম সন্ধ্যা তেলি বয়স ৬৭ বছর বলে পরিবার সূত্রে জানা গেছে। বেশ কিছুদিন ধরেই বৃদ্ধা ভুগছিলেন এমত অবস্থায় বিষয়টি জানতে পেরে বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করে ওই এলাকায় বিশিষ্ট সমাজসেবী মীর চঞ্চল সহ স্থানীয় একটি ক্লাবের সদস্যরা। এই দিন মৃত বৃদ্ধার সৎকারের জন্য ইলেকট্রিক শ্মশান চুল্লিতে আনার জন্য অর্থের প্রয়োজন ছিল কিন্তু বৃদ্ধার বাড়িতে একটি ছেলে আছে সেটাও প্রতিবন্ধী এবং একটি মেয়ে আছে সেও মানসিক ভারসাম্যহীন। ঘটনার কথা জানতে পেরেই মীর চঞ্চল সহ এলাকার স্থানীয় মুসলিম সম্প্রদায় মানুষেরা সৎকারের দায়িত্ব তুলে নিলেন। এবং দাহর করলেন আরামবাগের পারেরঘাট শ্মশান চুল্লিতে। বলা যেতে পারে আরামবাগে দেখা গেল সম্প্রীতির এক অনন্য নজির। এ বিষয়ে সমাজ সেবী মেয়ের চঞ্চল ও ক্লাব সদস্যরা কি বলছে শুনুন। বিস্তারিত দেখুন