নিজস্ব সংবাদদাতা আরামবাগঃ মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে জেলায় জেলায় অবরোধ ও অবস্থান বিক্ষোভ সাংগঠনিক জেলা বিজেপির। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্য সহ দেশজুড়ে শুরু হয়েছে আন্দোলন দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে। সেই আঁচ এসে পৌঁছেছে হুগলির আরামবাগে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে চিকিৎসক, নাস সহ বিশিষ্টজনেরা দোষীদের শাস্তির দাবিতে পথে নেমে আন্দোলন করছে। সেই জায়গায় শুক্রবার আরামবাগের পল্লীশ্রী মোড়ে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো। কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল পল্লীশ্রীতে এদিন। অবস্থান বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ আরামবাগ-বর্ধমান এবং আরামবাগ-কামারপুকুর রোড অবরুদ্ধ হয়ে পড়ে। এদিনের এই অবস্থান বিক্ষোভ উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি উপাসক দে, দলীয় কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ, মহিলা মোর্চার সভানেত্রী স্মৃতিকণা মেদ্দা, সাংগঠনিক জেলার সহ-সভাপতি হেমন্ত বাগ, সঞ্চিত হেলা, সুমন তেওয়ারি, পৌর মন্ডলের সাধারণ সম্পাদক শৌভিক কুন্ডু সহ অন্যান্য নেতৃত্বরা।