আদালত নিরাপত্তার ব্যবস্থা করলেও নিজেদের অবস্থান বিক্ষোভ থেকে অনর চিকিৎসকরা।
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে হস্তক্ষেপ করেছে শীর্ষ আদালত। ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তা, তার পরেও স-ঠিক বিচারের দাবিতে নিজেদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন চিকিৎসকরা।
তারা জানান, তাদের আন্দোলনের মূল দাবি ছিল ন্যায়বিচার। উপযুক্ত দোষীদের গ্রেফতার করে তাদের উপযুক্ত শাস্তি। নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মেনে নিয়ে বলেন এর শেষটা দেখতে চাই। কতদিন দিতে পারবে নিরাপত্তা সেই প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। নিরাপত্তা ব্যবস্থা করা হলেও যতদিন না সঠিক বিচার হচ্ছে ততদিন আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা