আরজি করের ও বর্ধমানের নৃশংস খুনের আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোতুলপুরে প্রতিবাদ মিছিল ভারত জাকাত মাজাই পারগনা মহলের ডাকে।
কলকাতার আরজি করের চিকিৎসক ছাত্রী অভয়া ও বর্ধমানের প্রিয়াঙ্কা হাঁসদার খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোতুলপুরে শহর জুড়ে মিছিল ভারত জাকাত মাজহি পারগনা মহলের কর্মীদের।
আজ কোতুলপুর শহর জুড়ে প্রতিবাদে মুখর হল ভারত জাকাত মাজহি পারগনা মহলের কর্মী সমর্থক ও কর্মকর্তারা।
কোতুলপুরের মোহিনী মোহন ময়দান থেকে মিছিল শুরু করে কোতুলপুর বিডিও অফিস পর্যন্ত গিয়ে পৌঁছায় এবং তারপর বিডিওর নিকট তাদের বিভিন্ন দাবির একটি ডেপুটেশন দেন। আজকের মিছিল থেকে দাবি ওঠে ধর্ষণ ও নৃশংস খুনের আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির সুনিশ্চিত করতে হবে প্রশাসনকে।