• Mon. Dec 23rd, 2024

CBSE জানিয়ে দিল দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার দিন, প্রকাশিত অ্যাডমিট কার্ড

BySS Bangla News

Mar 8, 2023

সিবিএসই বোর্ড দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা করল । মঙ্গলবার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। উভয় ক্ষেত্রেই পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে।

বলা হয়েছে, সংশ্লিষ্ট শ্রেণির ছাত্রছাত্রীদের নির্দিষ্ট দিনে স্কুলে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে।

স্কুল কর্তৃপক্ষ নির্দিষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে বোর্ডের থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে। সিবিএসই জানিয়েছে, এক্ষেত্রে স্কুলের অ্যাফিলিয়েশন নম্বর ইউজার আইডি হিসাবে ব্যবহার করতে হবে।

সিবিএসই-র পরীক্ষা সূচি অনুযায়ী, একটি মাত্র শিফটেই পরীক্ষা হবে। তবে বিষয় অনুযায়ী পরীক্ষার নির্ধারিত সময়গুলি ভিন্ন থাকবে। সবকটি পরীক্ষাই সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে। এরমধ্যে কোনও পরীক্ষা শেষ হবে সাড়ে ১২টায়, আবার কোনও পরীক্ষা চলবে বেলা দেড়টা পর্যন্ত।

পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য স্কুল কর্তৃপক্ষকে প্রথমে সিবিএসই বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর স্কুলের লগ ইন লিঙ্কে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করতে হবে। সবশেষে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন