• Tue. Dec 24th, 2024

মধু সংগ্রহ করতে সুন্দরবনের জঙ্গলে বাঘে মানুষের লড়াই

BySS Bangla News

May 2, 2024

হানায় গুরুতর যখম মৈপিঠ কোস্টাল থানার ভুবনেশ্বরীর তপন খাঁড়া ।

কুলতলী মৈপিঠ কোস্টাল থানার ভুবনেশ্বরী বাসিন্দার তপন খাড়া ও তার নৌকা নিয়ে গত ২৮/০৩/২০২৪ , জয়দেব খাঁড়া, বাসুদেব মন্ডল গণেশ খাঁড়া গুরুপদ খাঁড়া রাইদীঘি রেঞ্জের নলগোঁড়া বিট অফিস থেকে বৈধ মধু পাশের পারমিশন নিয়ে পাঁচ বন্ধু মিলে সুন্দরবনের বিশ নম্বর জঙ্গলে তারা মধু সংগ্রহ করতে যায়। আজ১৩ ই এপ্রিল শনিবার সকাল ৮টা তিরিশ মিনিট নাগাদ মধু সংগ্রহের সময় হঠাৎ তপন খাঁড়ার উপরে বাঘ ঝাপিয়ে পড়ে। সঙ্গে থাকা বন্ধুদের অসীম সাহসিকতায় ও তাদের হাতে থাকা লাঠির সাহায্যে বাক্যে তাড়িয়ে ফেলায়। বাঘ রনে ভঙ্গ দেয়। সঙ্গীরা তড়িঘড়ি তাকে নিয়ে আসে জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে এই মুহূর্তে তপন খাড়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে জেলা হাসপাতালে জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে চিকিৎসক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন