বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভা অন্তর্গত আকুই এক নম্বর অঞ্চলের মান্দাড়া গ্রামে হরিনাম সংকীর্তনে মেতে উঠল গোটা গ্রামবাসী।
মায়াপুর নবদ্বীপের মত গ্রামেগঞ্জে হরিনামের মেতে উঠেন গ্রামের মানুষরা তারই এক চিত্র ধরা পরল আমাদের ক্যামেরায় কয়েকশো ভক্ত সমাগমে হরিনাম সংকীর্তন যেন মধুর হয়ে ওঠে জানাজায় যে এই মান্দাড়া গ্রামে কয়েকশো বছর ধরেই চলে আসছে এই হরিনাম সংকীর্তনের আসর তিনদিন ধরে চলে এই হরিনাম সংকীর্তন মান্দাড়া উত্তর পাড়ার সহ গ্রামবাসীরা একত্রিত হয়ে এই হরিনাম সংকীর্তন শুনে আসেন এবং উপভোগও করেন। সারাদিন ধরে চলেন রাধা কৃষ্ণর নাম সন্ধ্যায় বাসি মদল ও রাত্রে কীর্তন।