দিলীপের ধমক স্থানীয় বিজেপি নেতাদের
দুর্গাপুর : সকালে ২৯ নম্বর ওয়ার্ডের সকল সাগরভাঙ্গা প্রাত: ভ্রমনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এলে দেখা নেই স্থানীয় নেতৃত্ব সহ বিজেপি কর্মী সমর্থকদের। আর তাতেই বেজায় চটে যায় দিলীপ ঘোষ। তারপরে নিরাপত্তারক্ষীদের নিয়ে প্রাত: ভ্রমন শুরু করে, পরে একে একে কর্মীরা এসে যোগদান দের।
প্রাত: ভ্রমণের পর যখন সগরভাঙ্গার গোলপার্ক মোড়ে চা চক্রে যোগ দেয়, সেখানে স্থানীয় নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ দত্ত, লক্ষণ ঘোরুই আসে, বেজায় চটে গিয়ে ধমক দেয় স্থানীয় নেতৃত্বকে।