• Wed. Dec 25th, 2024

পথচলতি সাধারণ মানুষদের ঠান্ডা পানীয় জল বিনামূল্যে বিতরণ

BySS Bangla News

May 24, 2024

গোটা দক্ষিণবঙ্গ জুড়ে জুরে চলছে তাপপ্রবাহ আর অতিরিক্ত গরমের জন্য মানুষ রাস্তা ঘাটে মানুষ বের হতে পারছে না শিশু থেকে বড় সবাই এই গরমে অসুস্থ হয়ে পড়ছে এই দিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহে ঝর বৃষ্টির হতে পারে কিছু টা হলেও স্বস্তি কমবে তারই মাঝে আজ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে জোর বাঁধ ও সুরেকানলা এলাকার পথচলতি সাধারণ মানুষ থেকে অফিস যাওয়া মানুষ দের মধ্যে ঠান্ডা পানীয় জল বিনামূল্যে বিতরণ করলেন রঙ্কিনী মৌল হূনমানজী সেবাশ্রমের পক্ষ থেকে প্রায় ৩০০ জন পথ চলতি মানুষকে জল দান করলাম এবং আগামী দিন আরও এই ধরনের সেবাশ্রম কাজ চালিয়ে যাওয়া যায় একথা জানালেন রঙ্কিনী মৌল সেবাশ্রম পক্ষ থেকে অমিত চক্রবর্তী তুমি আরো জানিয়েছেন এভাবেই মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করার যাতে করা যায়

এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং রঙ্কিনী মৌল হূনমানজী সেবাশ্রমের পক্ষ থেকে অমিত চক্রবর্তী এবং আরো অন্যান্য সদস্য বৃন্দ

আমরা শুনে নেব আজকের এই জামালপুর ব্লকের রঙ্কিনী মৌল হূনমানজী সেবাশ্রমের পক্ষ থেকে জামালপুর জোর বাঁধ ও সুরেকালনা এলাকার পথচলতি সাধারণ মানুষদের ঠান্ডা পানীয় জল বিনামূল্যে বিতরণ নিয়ে কিছু কথা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন